• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৪-১০-২০২২, সময়ঃ বিকাল ০৩:২৪
  • ৬১ বার দেখা হয়েছে

রাণীনগরে বুপ্রেনরফিন উদ্ধারসহ  দুইজন জেল হাজতে

রাণীনগরে বুপ্রেনরফিন উদ্ধারসহ  দুইজন জেল হাজতে

নওগাঁ প্রতিনিধি  ►
নওগাঁর রাণীনগরে অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য বুপ্রেনরফিনসহ পশ্চিম বালুভরা গ্রামের আনারুলের ছেলে মাদক ব্যবসায়ী শাকিল (২৪) ও দীর্ঘদিনের পলাতক আসামী পূর্ব বালুভরা গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (হাব্বুর) (৩৭) কে আটক করে শুক্রবার দুপুরে জেলা হাজতে পাঠিয়েছে থানা পুলিশ। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে বৃহস্পতিবার দিবাগত রাত অনুমান ৯টার সময় উপজেলা গোল চত্ত্বরে আনিছুর রহমানের ঔষুধের দোকান সংলগ্ন স্থানে মাদক ব্যবসায়ী শাকিল অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য বুপ্রেনরফিনসহ মাদক দ্রব বিক্রি করছে। এমন সময় থানার এসআই মানিক ও তার সঙ্গিয় ফোর্স সেখানে অভিযান পরিচালনা করে শাকিলকে আটক করে তল্লাসী করে ১০হাজার টাকা মূল্যের ২০পিচ নেশা জাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করে। এসময় আরেকজন পালিয়ে যায়। অপরদিকে ওইদিন রাতেই খবর পেয়ে দীর্ঘদিন পলাতক থাকা আসামী হাবিবুর রহমান (হাব্বুর) কে পূর্ব বালুভরা গ্রাম থেকে আটক করা হয়। মাদক ব্যবসায়ী শাকিলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটককৃতদের শুক্রবার দুপুরেই আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, সরকারের ঘোষনা মোতাবেক মাদককে জিরো টলারেন্সে আনতে সারা দেশের মতো রাণীনগর উপজেলাতেও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। যতদিন প্রয়োজন হবে এই অভিযান অব্যাহত রাখা হবে।  

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়