নিজস্ব প্রতিবেদক
জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সোমবার অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় জেলা সমাজসেবা বিভাগের নিজস্ব হলরুমে ১৫ দিন ব্যাপী রিফ্রেশার্স প্রশিণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান।
সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফজলুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সমাজসেবা বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান সরকার, রেজিস্ট্রেশন অফিসার মোঃ মিজানুর রহমান মল্লিক প্রমুখ। কর্মশালায় অনগ্রসর জনগোষ্ঠীর ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করে।