তেঁতুলিয়া সংবাদদাতা►
টানা শৈত্যপ্রবাহ আর ঘনকুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া। আজ বুধবার (৩১ জানুয়ারি) তেঁতুলিয়ায় সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এটি সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
এদিকে গতকাল মঙ্গলবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার হিসেবে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গতকাল মঙ্গলবার ও আজ বুধবার মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। কিন্তু তীব্র শৈত্যপ্রবাহ আর সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করলেও বুধবার সকাল থেকে সূর্যের দেখা মেলেনি।
জেলার তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেল শাহ্ বলেন, আজ বুধবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা।