Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৬ ঘন্টা আগে

আজ বিশ্ব শিক্ষক দিবস

আজ বিশ্ব শিক্ষক দিবস

আন্তর্জাতিক ডেস্ক►

আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিনটি উদযাপিত হচ্ছে শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে। এবারের শিক্ষক দিবসের প্রতিপাদ্য ‘শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি।’

শিক্ষকদের অবদানকে স্মরণ করার এবং তাদের সম্মান জানানোর এই দিনটি প্রতি বছরই শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে বিশেষ তাৎপর্য বহন করে।

১৯৯৪ সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে বিশ্বের ১০০টিরও বেশি দেশে এই দিনটি উদযাপিত হচ্ছে। ১৯৯৩ সালে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম সাধারণ সভায় ৫ অক্টোবর দিনটিকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ১৯৯৪ সালে প্রথমবারের মতো দিবসটি পালন করা হয়। ১৯৯৫ সাল থেকে বিভিন্ন দেশে ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালন শুরু হয়। ইউনেস্কোর অনুমোদনে প্রতিবছর পৃথক প্রতিপাদ্যে দিবসটি পালিত হয়ে আসছে।

শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না, তিনি সমাজ গঠনের স্থপতি। একজন শিক্ষকই শিক্ষার্থীর চরিত্র, নৈতিকতা ও চিন্তাশক্তি গড়ে তোলেন। তার পরামর্শ, অনুপ্রেরণা ও দিকনির্দেশনা মানুষকে জীবনের সঠিক পথে চলতে সাহায্য করে। বলা হয়ে থাকে—’একজন ভালো শিক্ষক একটি জাতিকে বদলে দিতে পারেন।’

বাংলাদেশেও আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীর মিলনমেলা, সম্মাননা অনুষ্ঠান, সাংস্কৃতিক আয়োজন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতার বার্তা ছড়িয়ে পড়েছে।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোববার (৫ অক্টোবর) সকালে গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত হবে। সেখানে ১২ জন শিক্ষককে দেওয়া হবে সংবর্ধনা। এজন্য প্রাথমিকভাবে ৩৬ জন শিক্ষককে নির্বাচিত করা হয়েছিল। দেশের বিভিন্ন বিশ্বদ্যিালয়, কলেজ, মাধ্যমিক, মাদরাসা, কারিগরি ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের বাছাই করা হয়।

এই দিনে আমরা মনে করিয়ে দিই, একজন শিক্ষকের পরিশ্রমের পেছনেই লুকিয়ে থাকে সমাজের অগ্রগতি। তাদের সম্মান জানানো শুধু একদিনের আনুষ্ঠানিকতা নয়, বরং সারাবছরই তাদের অবদানকে মূল্যায়ন করার অঙ্গীকার হওয়া উচিত।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad