নিজস্ব প্রতিবেদক ►
জনগণের অধিকার আদায়ের দাবিতে আন্দোলনরত বিএনপি নেতাকর্মীদের পুলিশ এবং আওয়ামীলীগ সন্ত্রাসী কর্তৃক হত্যার প্রতিবাদে সোমবার গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় চত্বর থেকে কালো পতাকা হাতে নিয়ে একটি বিশাল শোক র্যালি বের করা হয়। শোক র্যালিটি দলীয় কার্যালয় বের হয়ে সার্কুলার রোড প্রদক্ষিণ করে শহরের নতুন বাজার পর্যন্ত পৌছলে পুলিশ র্যালিতে বাধা দেয়। পরে র্যালিটি পুন:রায় দলীয় কার্যালয়ের সামনে এসে এক সমাবেশে মিলিত হয়।
সেখানে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল প্রমুখ। শোক র্যালিতে জেলা বিএনপি, সাত উপজেলার বিএনপি, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।