Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৯ ঘন্টা আগে

আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

মাধুকর ডেস্ক►

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ (মঙ্গলবার, ৭ অক্টোবর)। ২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতাকর্মীর হাতে নৃশংসভাবে শহীদ হন তিনি। 

আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ছাত্রদল, শিবিরসহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে।

৭ অক্টোবর ও ২৫ ফেব্রুয়ারি বিশেষ দিবস ঘোষণা : প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, আবরার ফাহাদ হত্যাকা- ও পিলখানা হত্যাকা-ের স্মরণে ৭ অক্টোবর এবং ২৫ ফেব্রুয়ারি দিন দুটিকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে প্রতি বছর বিশেষভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে এমন তথ্য জানানো হয়।

৭ অক্টোবরকে ‘আধিপত্যবাদবিরোধী দিবস’ পালনের আহ্বান ডাকসুর : শহীদ আবরার ফাহাদের আত্মত্যাগের স্মরণে আজ ৭ অক্টোবরকে ‘আধিপত্যবাদবিরোধী দিবস’ হিসেবে পালনের আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। গতকাল এক বিবৃতিতে ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম এ আহ্বান জানান।

টিএসসিতে ছাত্রদলের আলোচনা সভা: শহীদ আবরার ফাহাদের স্মরণে ছাত্রদলের উদ্যোগে আজ বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।

‘মতপ্রকাশ থেকে মৃত্যু : শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যাসিবাদের বিস্তার ও প্রতিরোধ’ শীর্ষক এ আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শিবিরের ‘জাতীয় নিপীড়নবিরোধী দিবস’ পালনের আহ্বান : আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনটিকে ‘জাতীয় নিপীড়নবিরোধী দিবস’ হিসেবে পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। গত রবিবার এক বিজ্ঞপ্তিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এমন আহ্বান জানান।ডাকসুর সেমিনার ও চিত্র প্রদর্শনী : ‘ভারতীয় আধিপত্যবাদ ও বাংলাদেশের সার্বভৌমত্ব: স্মরণে শহীদ আবরার ফাহাদ’ শীর্ষক সেমিনার ও ‘স্মরণে মননে শহীদ আবরার ফাহাদ’ শীর্ষক চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ডাকসু।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad