Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৮ ঘন্টা আগে

আশা জাগিয়েও হংকংয়ে ড্র করলো বাংলাদেশ

আশা জাগিয়েও হংকংয়ে ড্র করলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক►

হংকংয়ের বিপক্ষে ঢাকার ম্যাচে শমিত সোম ও জায়ান আহমেদকে শুরুর একাদশে রাখেননি বাংলাদেশের কোচ হাভিয়ের ক্যাবরেরা। ম্যাচ শেষে বুঝেছিলেন- ভুলই করেছেন। সমালোচনাও শুনতে হয়েছিল তাকে।

হংকংয়ে গিয়ে ওই ভুল করেননি কোচ। শুরুতে হামজা চৌধুরীরর সঙ্গে ছিলেন শমিত-জায়ান। তবু প্রথমার্ধে গোল খায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে রাকিব হোসেনের গোলে ১-১ সমতায় নিয়ে শেষ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) হংকংয়ের কায় তাক স্পোর্টস পার্কে ঢাকার দুঃখ ঘোচাবার আশা নিয়ে নেমেছিল বাংলাদেশ। ঘরের মাঠে র‌্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে থাকা হংকংয়ের বিপক্ষে জয়ের সম্ভাবনাও তৈরি করেছিল বাংলাদেশ। সেখান থেকে পিছিয়ে পড়ে হার দেখছিল। শেষ সময়ে ৩-৩ গোলের সমতা করে ফেলেছিল বাংলাদেশ। কিন্তু শেষ বাঁশির ঠিক  আগে গোল খেয়ে হেরে যায় বাংলাদেশ।

র‌্যাঙ্কিংয়ে ১৪৬ অবস্থানে থাকা হংকংকে তাদেরই মাঠে হারানোর কঠিন চ্যালেঞ্জ নিয়ে নেমেছিল বাংলাদেশ। কারণ হার কিংবা সমতায় একপ্রকার শেষ হয়ে যাবে এশিয়া কাপে খেলার সুযোগ। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল খেয়ে ব্যাকফুটে চলে যান হামজা চৌধুরী-শমিতরা। ম্যাচের ৩৬ মিনিটে বক্সে হংকং ফুটবলারকে ফাউল করে বসেন তারিক কাজী। পেনাল্টি পেয়ে ম্যাট ওর ১-০ গোলে এগিয়ে নেন হংকংকে। 

ওই গোলে প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে বাজে ট্যাকল করে লাল কার্ড দেখেন হংকংয়ের ফুটবলার। আক্রমণ করে গোল শোধ করার সুযোগ পান হামজারা। ১০ জনের হংকং দলকে চেপেও ধরে বাংলাদেশ। ম্যাচের ৮৪ মিনিটে রাকিব হোসেন গোল করে দলকে সমতায় ফেরান। হংকংয়ের মাটিতে আক্ষেপ না মিটলেও শেষ পর্যন্ত সমতায় স্বান্তনা নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad