• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৬-৯-২০২২, সময়ঃ সকাল ১০:০৩
  • ৬৭ বার দেখা হয়েছে

উন্নয়ন করতে হলে ব্যবসায়ীদের বিনিয়োগে নজর দিতে হবে -রংপুর বিভাগীয় কমিশনার

উন্নয়ন করতে হলে ব্যবসায়ীদের বিনিয়োগে নজর দিতে হবে -রংপুর বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক 
রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম সোমবার গাইবান্ধা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এতে রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধাসহ অন্যান্য পেশার প্রতিনিধিরা অংশ নেয়। বিভাগীয় কমিশনার তাঁর বক্তব্যে বলেন, গাইবান্ধার উন্নয়ন করতে হলে ব্যবসায়ীদের বিনিয়োগে নজর দিতে হবে। দেশের উন্নয়নের জন্য বোধ ও চিন্তা থাকতে হবে। 
তিনি আরও বলেন, কিভাবে বিনিয়োগ করা যাবে এটা ব্যবসায়ীদের ভাবনা, চিন্তা, বোধের মধ্যে আনতে হবে। বিনিয়োগের জায়গায় ব্যবসায়ীদের এগিয়ে আসা দরকার। আচার আচরণ শুদ্ধাচারের মধ্যে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন সবাইকে দেখতে হবে। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় ২০৪১ সাল কে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়া সম্ভব হবে। 
গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, পলাশবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, সাদুল্লাপুর উপজেলা চেয়ারম্যান শাহরিয়া খান বিপ্লব, গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ, গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মুকিতুর রহমান লাবিব, বাংলাদেশ আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার সাধারণ স¤পাদক আবু বকর সিদ্দিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক বেলাল হোসেন, মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার গৌতম চন্দ্র মোদক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার মাহমুদুল হক শাহজাদা, মুক্তিযোদ্ধা সংসদের সদর উপজেলার সাবেক কমান্ডার আলী আকবর মিয়া, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী মাহমুদা বেগম পারুল, ডা: শাহীনুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি রেজাউল করিম রেজা প্রমুখ। এসময়  জেলার সরকারি বেসরকারি অফিস প্রধান, বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার সহ অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা শুরুতে জেলা প্রশাসন কার্যালয়ের বাগানে বৃরোপন কর্মসূচীর উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার।
শেষে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার মাহমুদুল হক শাহজাদা ও সদর উপজেলার  সাবেক কমান্ডার আলী আকবর মিয়া। এর আগে  গাইবান্ধা সদরের বোয়ালী ইউনিয়নের ৯৬টি আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন ও সুবিধাভোগীদের সাথে কথা বলেন রংপুর বিভাগীয় কমিশনার। এ সময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমান, সদর উপজেলা  নির্বাহী অফিসার শরীফুল আলম, এনডিসি জুয়েল মিয়া, ৮নং বোয়ালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম সাবুসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়