• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৫-১০-২০২২, সময়ঃ বিকাল ০৫:৪৭

এসকেএস ফাউণ্ডেশন কর্তৃক বন্যাপূর্ব সাড়াদান কার্যক্রম পরিকল্পনা কর্মশালা

এসকেএস ফাউণ্ডেশন কর্তৃক বন্যাপূর্ব সাড়াদান কার্যক্রম পরিকল্পনা কর্মশালা

 

নিজস্ব প্রতিবেদক ►

এসকেএস ফাউণ্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন ”বন্যার ক্ষয়ক্ষতি নিরসনে বন্যাপূর্ব সাড়াদান প্রকল্প-২০২২” এর অধিন বন্যাপূর্ব সাড়াদান কার্যক্রম পরিকল্পনার উপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর মঙ্গলবার সেভ দ্য চিলড্রেন এর অর্থায়নে বাস্তবায়নাধীন ”Scale-up Flood Anticipatory Action for Protecting Lives and Assets in Northern Region in Bangladesh”  (সংক্ষেপে” বন্যার ক্ষয়ক্ষতি নিরসনে বন্যাপূর্ব সাড়াদান প্রকল্প-২০২২”) প্রকল্পের অধিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল আলম-এর সভাপতিত্বে গাইবান্ধা সদও উপজেলার সম্মেলন কক্ষে বন্যাপূর্ব সাড়াদান কার্যক্রম পরিকল্পনা বিষয়ক এক কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় অংশ গ্রহণ করেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিভিন্ন দপ্তরের সদস্যবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।

কর্মশালায় মূখ্য আলোচক ছিলেন সেভ দ্য চিলড্রেন এর প্রজেক্ট অফিসার মোঃ তাজমুল ইসলাম। এসকেএস ফাউণ্ডেশনের পক্ষে কর্মশালা পরিচালনা করেন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী এ, কে, এম, আব্দুল মতিন।

কর্মশালায় অংশগ্রহণকারীগণ দল গতভাবে বন্যাপূর্ব সাড়াদান কার্যক্রম পরিকল্পনার জন্য বন্যার পূর্বাভাস অনুযায়ী আগাম সাড়াদান কার্যক্রমের পদক্ষেপ হিসাবে সম্ভাব্য কর্মসুচি সমূহ চিহ্নিত করে একটি নমুনা পরিকল্পনা প্রস্তুত করেন। সমাপণী বক্তবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল আলম বলেন, ”সকল দপ্তরের সম্মিলিত প্রচেষ্টায় একটি সঠিক পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে বন্যাদূর্গত জনগণের ঝুঁকিহ্রাস করা সম্ভব।”

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়