• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১-১২-২০২২, সময়ঃ রাত ০৭:৩১

এসকেএস স্কুল এ্যান্ড কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীতে হুইপ গিনি 

এসকেএস স্কুল এ্যান্ড কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীতে হুইপ গিনি 

নিজস্ব প্রতিবেদক ►

প্রতিটি মা-বাবা তার সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায় সুশিক্ষিত হওয়ার জন্য। নৈতিক অবক্ষয়ের কারণে আজ আমরা শঙ্কিত সন্তানদের নিয়ে। সন্তানদের নিয়ে পিতা-মাতার দুঃচিন্তার শেষ নেই। নৈতিক অবক্ষয়ের কারণে আজ শিক্ষা ব্যবস্থার বদনাম হচ্ছে। যা কোনো মতেই কাম্য হতে পারে না। প্রতিটি সন্তান যেন একেকটি সম্পদ। শুধু আপনার না, এটা দেশেরও সম্পদ। আজকে আমরা বলছি ২০৪১ সালে আমাদের দেশটা উন্নত দেশ হবে তাদের ওপর ভর করে। 

আজ বৃহস্পতিবার বিকেলে উত্তর হরিণ সিংহাস্থ এসকেএস স্কুল এ্যান্ড কলেজের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি এসব কথা বলেন। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যদি নেশাগ্রস্থ হয়ে যায়, জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে যায়, জীবনটাকে শেষ করে দেয়। তাহলে আমরা কিভাবে ৪১ সালে উন্নত দেশে যেতে পারবো 

এসকেএস স্কুল এ্যান্ড কলেজের সভাপতি রাসেল আহম্মেদ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর সিদ্দিক, পৌর মেয়র মতলুবর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার শরিফুল আলম, এসকেএস স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মো: আব্দুস সাত্তার প্রমূখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। এর পরপরই সুদৃশ্য স্কুল ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। পরে এসকেএস স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


এর আগে এসকেএস স্কুল এ্যান্ড কলেজের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গাইবান্ধা শহরে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের পৌরপার্ক থেকে আনন্দ র‌্যালিটি বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরপার্কে গিয়ে শেষ হয়। বর্ণাঢ্য আনন্দ র‌্যালিতে উপস্থিত ছিলেন এসকেএস স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মো: আব্দুস সাত্তার, এসকেএস ফাউ-েশনের সোস্যাল এন্টারপ্রাইজের কো-অটিনেটর আবু সাঈদ সুমন, পাবলিক রিলোশন অফিসার আশরাফুল আলম প্রমূখ। আনন্দ র‌্যালিতে স্কুলের দুইশতাধিক শিক্ষার্থীসহ শিক্ষক-কর্মচারীরা অংশ নেয়।
 

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়