নিজস্ব প্রতিবেদক ►
এসকেএস স্কুল এ্যান্ড কলেজের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গাইবান্ধা শহরে বনার্ঢ্য আনন্দ র্যালি বের করা হয়। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের পৌরপার্ক থেকে একটি বনার্ঢ্য আনন্দ র্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরপার্কে গিয়ে শেষ হয়। আনন্দ র্যালিতে স্কুলের দুইশতাধিক শিক্ষার্থীসহ শিক্ষক-কর্মচারীরা অংশ নেয়।
বর্নাঢ্য আনন্দ র্যালিতে উপস্থিত ছিলেন এসকেএস স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মো: আব্দুস সাত্তার, এসকেএস ফাউণ্ডেশনের সোস্যাল এন্টারপ্রাইজের কো-অটিনেটর আবু সাঈদ সুমন, পাবলিক রিলোশন অফিসার আশরাফুল আলম প্রমূখ।
এছাড়াও দিনব্যাপি অনুষ্ঠানে স্কুল ক্যাম্পাসে স্টল পরিদর্শন, আলোচনা অনুষ্ঠান, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।