নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধাসহ সাত উপজেলায় আজ ভোর থেকে কুয়াশার চাদরে ঢাকা। শিশিরকণা মিশ্রিত ঠান্ডায় জবুথবু জনজীবন। ঘন কুয়াশা পড়ায় সড়কে যান চলাচল করছে কম। গাড়িচালকরা হেড লাইট জ্বালিয়ে সড়ক পাড়ি দিচ্ছেন ধীরগতিতে।
কুয়াশা আর ঠাণ্ডার মধ্যে ঘুম থেকে উঠেই জীবনের তাগিদে কর্মস্থলে ছুটছেন অফিসগামীরা। রিস্কা, অটো চালকরা জীবনের তাগিতে রাস্তায় নেমেছে শ্রম বিক্রি করতে। আর কৃষকরা এ শীতের মধ্যে কষ্ট করে মাটি কাটার কাজ করছে রাস্তার। আজ গাইবান্ধা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস।