গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
ক্যাবল অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর সহ-প্রচার ও গণ সংযোগ সম্পাদক হওয়ায় সানোয়ার হোসেন দিপুকে গাইবান্ধার গোবিন্দগঞ্জের সকল ক্যাবল অপারেটরের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ সকালে শহরের চামিং ক্যাবল নেটওয়ার্কের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সংবর্ধণা অনুষ্ঠানের শুরুতেই সানোয়ার হোসেন দিপুকে ফুলেল শুভেচ্ছা জানান ক্যাবল অপারেটর নেতৃবৃন্দ। পরে সংবর্ধনা সভায় ক্যাবল অপারেটর সংগঠনের নেতা বিপ্লব সরকার পল্টু’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কোয়াবের নব নির্বাচিত সহ-প্রচার ও গণ সংযোগ সম্পাদক সানোয়ার হোসেন দিপু, ক্যাবল অপারেটর নেতা মনোজ সরকার, জাহাঙ্গীর আলম, বাবুল প্রধান, রতন দাস, ইসমাইল হোসেন, জাহাঙ্গীর মিঞা, এরশাদ আলীসহ অন্যরা।
এর আগে গোবিন্দগঞ্জের চামিং ক্যাবল নেটওয়ার্কের স্বতাধিকারী সানোয়ার হোসেন দিপু ক্যাবল অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর ত্রি-বার্ষিক নির্বাচনে প্রচার ও গণ সংযোগ সম্পাদক নির্বাচিত হন।