নিজস্ব প্রতিবেদক►
শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিসের অর্থায়নে গাইবান্ধায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সদর উপজেলার ঝিনাশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে মরিয়ম চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক দল চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়া দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়। এরপর শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিসের তত্বাবধানে বাছাইকৃত চক্ষু রোগীদের অপারেশনের জন্য রংপুরে মরিয়ম চক্ষু হাসপাতালে পাঠানো হয়।
এর আগে, সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত শত শত মানুষ লাইনে দাঁড়িয়ে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
মেডিকেল ক্যাম্পে দায়িত্বরত শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিসের কর্মকর্তা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষকে চক্ষু চিকিৎসা সুবিধার আওতায় আনা এবং তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ক্যাম্প পরিদর্শন করেন এবং এ উদ্যোগকে স্বাগত জানান।