
নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সাথে গণমাধ্যম কর্মীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত জেলা প্রশাসক স্থানীয় উন্নয়ন, সুশাসন ও জনসেবায় গণমাধ্যমের সহযোগিতাকে অপরিহার্য উল্লেখ করে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
গণমাধ্যমকর্মীরা জেলার সার্বিক সমস্যা, দুর্নীতি প্রতিরোধ, দুর্যোগ ব্যবস্থাপনা ও জনভোগান্তি কমাতে প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। তারা প্রশাসনের সঙ্গে নিয়মিত মতবিনিময় চালু রাখার আহ্বান জানান।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাস হিমুন, সহ-সভাপতি জোবায়ের আলী, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ রোকনুজ্জামান, প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহাবুল শাহিন তোতা, বাংলা ভিশনের জেলা প্রতিনিধি ফিরোজ কবির মিলন, আনন্দ টিভির জেলা প্রতিনিধি মিলন খন্দকার, সময় টিভির জেলা প্রতিনিধি বিপ্লব ইসলাম, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি ফারুক হোসেন প্রমুখ।