
গাইবান্ধার পাঁচ আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা—ছবি: মাধুকর।
নিজস্ব প্রতিবেদক►
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি। এর মধ্যে দুইটি আসনে দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে প্রার্থী করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে জেলা জাতীয় পার্টির সভাপতি সারওয়ার হোসেন শাহীন মাধুকরকে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রার্থীদের তালিকা তুলে ধরে ফেসবুক প্রোফাইলে একটি পোস্টও করেছেন তিনি।
ঘোষিত প্রার্থীরা হলেন—গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) ও গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনে সাবেক সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, গাইবান্ধা-২ (সদর) আসনে সাবেক এমপি আবদুর রশিদ সরকার, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে ময়নূর রাব্বি চৌধুরী রুমান ও গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে কাজী মশিউর রহমান।
এ বিষয়ে জেলা জাতীয় পার্টির সভাপতি সারওয়ার হোসেন শাহীন মাধুকরকে বলেন, প্রার্থীরা ইতিমধ্যে নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা শুরু করেছেন। দলের নেতা-কর্মীদের লাঙ্গল প্রতীকের পক্ষে মাঠে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।