নিজস্ব প্রতিবেদক ►
রংপুররে পীরগঞ্জে একটি ইটভাটায় বজ্রপাতে গাইবান্ধার পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজলোর ঢাকা-রংপুর মহাসড়করে বত্রিশ মাইল বিটিসি এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলনে- গাইবান্ধার সাদুল্লাপুর উপজলোর কাবলিপুর সোনাতলা গ্রামের মৃত আব্দুল জব্বার মিয়ার ছেলে আব্দুল জললি মিয়া (৬৫), একই উপজলোর তলিকপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে নাজমুল ইসলাম (২২), চকনদী গ্রামের মো. শহিরুল মিয়ার ছেলে সিয়াম মিয়া (২০), একই গ্রামের আলামিন মিয়ার ছেলে শাহাদাত মিয়া (২২) ও আয়তাল মিয়ার ছেলে রাশদেুল ইসলাম (২৮)।
পীরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল জানান, বিকেলে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে বিটিসি এলাকার বকুল ব্রিকস নামে ইটভাটায় শ্রমিকের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ বজ্রপাতে পাঁচ শ্রমিক গুরুতর আহত হন। এর কিছু সময় পর ঘটনাস্থলইে চারজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও এক শ্রমিক।