নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধার সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নে অসহায় দুস্থ শীতার্ত মানুষের মধ্যে বেসরকারি সংস্থা প্রশিকার উদ্যোগে গতকাল রোববার বাদিয়াখালী অফিস কার্যালয় চত্বর থেকে কম্বল বিতরণ করা হয়েছে। সংস্থার দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পূনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলার শীতার্ত ৪২৫টি পরিবারের মাঝে কম্বল কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি বাদিয়াখালি ইউপি চেয়ারম্যান মো. সাফায়েতুল হক পাভেল।
এসময় উপস্থিত ছিলেন বাদিয়াখালী দ্বিমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ আফিয়া আক্তার রুপক, ইউপি সদস্য মোঃ নুর আলম সরকার, প্রশিকা গাইবান্ধা জোনের বিভাগীয় ব্যবস্থাপক আনন্দ মোহন, প্রশিকার প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম, ফুলছড়ি উন্নয়ন এলাকার এলাকা ব্যবস্থাপক মোঃ শামসুল আলম, শাখা ব্যবস্থাপক মোঃ আলতাফ হোসেন, মোঃ মোশারফ হোসেন প্রমুখ।