নিজস্ব প্রতিবেদক►
বিএনপি-জামায়াতের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে গাইবান্ধায় শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) এ কর্মসূচি পালন করে দলটি।
এ উপলক্ষে দুপুরে শহরের ১নং রেলগেট থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডল বক্তৃতা করেন।
এ কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।