Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪ ঘন্টা আগে

গাইবান্ধায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গাইবান্ধায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক►

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”— এই প্রতিপাদ্যে র‌্যালি, আলোচনা সভা ও মহড়ার মধ্য দিয়ে গাইবান্ধায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় এসব কর্মসূচি বাস্তবায়ন করে। এতে সহযোগিতা করে এসকেএস ফাউন্ডেশন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ফ্রেন্ডশিপÑসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)।

দিবসটি উপলক্ষে আজ (সোমবার, ১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে শহরের স্বাধীনতা প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য এক র‌্যালি বের করা হয়। এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষার্থী, ফায়ার সার্ভিস ও স্কাউটের সদস্যরা অংশ নেন। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । 

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার। এসকেএস ফাউন্ডেশনের পাবলিক রিলেশন অ্যান্ড নেটওয়ার্কিংয়ের কো-অর্ডিনেটর আশরাফুল আলমের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য দেন গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মাহমুদুল হাসান, গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এহসানুল কবির, ফ্রেন্ডশিপের প্রতিনিধি দীবাকর বিশ্বাস, সেভ দ্য চিলড্রেনের ফারুক আহমেদ, ওয়ার্ল্ড ভিশনের প্রকাশ চন্দ্র রায়, গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) সমন্বয়কারী আফতাব হোসেন প্রমুখ। 

আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় শুধু সরকার নয়, সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। দুর্যোগ পূর্ব প্রস্তুতি এবং সচেতনতা বৃদ্ধি করলে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে দুর্যোগ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্কাউট সদস্যদের অংশগ্রহণে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad