নিজস্ব প্রতিবেদক ►
পার্টিসিপেটরি অ্যাকশন এগেনইস্ট করাপশন: চুওয়ার্ডস ট্রান্সপরেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (প্যাকটা) সেবার মানোন্নয়ন ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতে জনসম্পৃক্ততার লক্ষ্যে গাইবান্ধায় কমিউিনিটি অ্যাকশন সভা অনুষ্ঠিত।
গাইবান্ধা একটিভ সিটিজেন্স গ্রুফ (এসিজি) এর সহযোগিতায় ও গাইবান্ধা নচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে আজ বৃহস্পতিবার গাইবান্ধা সদর উপজেলার পুরাতন ব্রিজ সংলগ্ন সহকারি ভূমি কমিশনার অফিস চত্বরে অনুষ্ঠিত কমিউিনিটি অ্যাকশন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার রেজাউল আলম। গাইবান্ধা নচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি জহুরুল হক কাইয়ুম প্রমূখ।