• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২২-১০-২০২২, সময়ঃ দুপুর ০২:৩৬

গাইবান্ধায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

গাইবান্ধায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক ►

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও বিআরটিএ’র যৌথ আয়োজনে গাইবান্ধা কালেক্টরেট সম্মেলন কক্ষে গতকাল শনিবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘ আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’। 

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. জাহিদ হাসান সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফিরোজ আখতার, বিআরটিএ’র সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম, গাইবান্ধা প্রেসকাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবেদুর রহমান স্বপন, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, পৌরসভার প্যানেল মেয়র মো. শহীদ আহমেদ, বিআরটিএ’র পরিদর্শক আমিনুল ইসলাম, মটর মালিক সমিতির সভাপতি কাজী মকবুল হোসেন, নিরাপদ সড়ক চাই জেলা সাধারণ সম্পাদক এসএম বিপ্লব, ট্রাক শ্রমিক ইউনিয়নের আব্দুল করিম প্রমুখ।

এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 
বক্তারা বলেন, মটর যান চালক, মটর মালিক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। সড়ক থেকে অবৈধ যানবাহন অপসারণ  করতে হবে। তবেই নিরাপদ সড়ক বাস্তবায়ন করা সম্ভব। 
 

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়