• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২-১১-২০২২, সময়ঃ বিকাল ০৩:৪০

গাইবান্ধায় জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত

গাইবান্ধায় জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধায় বুধবার জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত হয়েছে। এ উপলে জেলা স্বাস্থ্য বিভাগ সন্ধানী ডোনার কাবের সহযোগিতায় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। জেলা হাসপাতাল চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাহবুবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা বিএমএ এর সভাপতি ডা. মো. মতিয়ার রহমান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. নাজমুল হুদা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গাইবান্ধা সন্ধানী ডোনার কাবের সহ সভাপতি খ. ম. রফিকুল হাসান কাফি ও নাহিদ হাসান চৌধুরী রিয়াদ, উপদেষ্টা মো. হারেজ উদ্দিন জিলাদার, মো. আইয়ুব হাসান সুমন, আলফাজ আকন্দ, মো. সোহেল রানা, সাধারণ সম্পাদক কুইন আক্তার, বাঁধন ও গাইবান্ধা সরকারি কলেজ ইউনিটের উপদেষ্টা মো. মিল্লাত হোসাইন।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়