Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৮-১২-২০২২, সময়ঃ বিকাল ০৪:০০

গাইবান্ধায় জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতবাদ সমাবেশ

গাইবান্ধায় জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক ►

বিভাগীয় গণ সমাবেশ উপলক্ষে গত ৭ ডিসেম্বর ঢাকার নয়া পল্টনে সমবেত হওয়া নেতাকর্মীদের উপর নগ্ন হামলা, সিনিয়র নেতা রুহুল কবির রিজভি, আমান, সালামসহ নেতৃবৃন্দকে গ্রেফতার ও একজনকে গুলিবিদ্ধ করে হত্যার প্রতিবাদে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে আজ বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

পরে দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবুর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মোস্তাক আহমেদের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা আলমগীর সাদুল্যা দুদু, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, বিএনপি নেতা মো. শামসুল হাসান, মো. সাদেকুল ইসলাম নান্নু, জেলা যুবদল সভাপতি রাগিব হাসান চৌধুরী, মাকসুদার রহমান, খন্দকার আলামিন, জাহিদ বিপ্লব, খন্দকার আলামিন চৌধুরী, বিপুল কুমার দাস, মাধবী সরকার, মুনমুন রহমান প্রমুখ। 

বক্তারা গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের ১০ ডিসেম্বরের মধ্যে মুক্তির দাবি জানান। সেইসাথে স্বেচ্ছাসেবক দলের নেতা মকবুল হোসেন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনার সাথে জড়িত পুলিশদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad