নিজস্ব প্রতিবেদক
গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের ত্রি-মোহিনী রেলস্টেশন সংলগ্ন স্থানে শনিবার দুপুরে গরুকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে লাইলি বেগম (৫০) এক নারী নিহত হয়েছেন। লাইলি বেগম পার্শ্ববর্তী হরিনসিংহা গ্রামের মজিবর রহমানের স্ত্রী।
স্থানীয়রা জানান, লাইলী বেগম রেল লাইনের পাশে ঘাস খাওয়ার জন্য তার একটি গরু বেঁধে রেখেছিল। এসময় ট্রেন আসলে গরুটি চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা লাগবে আশঙ্কায় সেটিকে সরাতে চেষ্টা করে। এরই মধ্যে ট্রেনে কাটা পড়ে লাইলী বেগম ঘটনাস্থলে নিহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম সাবু।