Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩১-১-২০২৪, সময়ঃ রাত ০৮:১৮

গাইবান্ধায় তিনদিন ব্যাপী জাতীয় পিঠা উৎসব শুরু

গাইবান্ধায় তিনদিন ব্যাপী জাতীয় পিঠা উৎসব শুরু

নিজস্ব প্রতিবেদক►

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় তিনদিন ব্যাপী জাতীয় পিঠা উৎসব শুরু হয়েছে। আজ বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা পৌরপার্কে ফিতা কেটে জেলার এ উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল আউয়াল।

পিঠা উৎসবের উদ্বোধনী দিনে সন্ধ্যায় আলোচনা সভা, প্রবন্ধ পাঠ ও লোক-সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মাহমুদুল হক শাহাজাদা। জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি শাহ মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন গীতিকবি ও আবৃত্তিকার অমিতাভ দাশ হিমুন। এছাড়াও অন্যান্যের মাঝে জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা ও কালচারাল অফিসার আলমগীর কবির বক্তৃতা করেন।

আলোচনা অনুষ্ঠান শেষে লোক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। তিনদিন ব্যাপী এ উৎসবে ১২টি স্টল অংশ নিয়েছে। হারিয়ে যাওয়া নাম না জানা দুই শতাধিক আইটেমের পিঠার পসরা সাজিয়েছেন বিক্রেতারা। আগামী ২ ফেব্রুয়ারি এ উৎসব শেষ হবে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এ উৎসব সবার জন্য উন্মুক্ত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad