• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৩-১১-২০২২, সময়ঃ বিকাল ০৪:২৩

গাইবান্ধায় নকল পণ্য উৎপাদন করায় ৫০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা

গাইবান্ধায় নকল পণ্য উৎপাদন করায় ৫০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা

নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধা পৌর শহরের কুঠিপাড়ার একটি কারখানায় অভিযান চালিয়ে স্বনামধন্য কোম্পানির ১০টি নকল পণ্য উৎপাদন ও বিপণনের দায়ে নিউ বিসমিল্লাহ ফুডের স্বত্তাধিকারী সুজন মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুস সালামের নেতৃত্বে বাজার কর্মকর্তা মো শাহ মোয়াজ্জেম হোসেনকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা শেষে অবৈধ কোম্পানি নিউ বিসমিল্লাহ ফুডের স্বত্তাধিকারী সুজন মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদন্ড ও প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করা হয়। পরবর্তী নির্দেশনা দেয়া না পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ থাকবে। 

অভিযোগ পাওয়া যায় যে, মালিক দীর্ঘদিন থেকে অতি গোপনে বম্বে সুইটস চানাচুর, চকলেট, রিং চিপস, পটেটো চিপসের আদলে মোড়ক একই রেখে নকল পণ্য উৎপাদন ও বিপণন করে আসছিল। এছাড়াও তৈরিকৃত কয়েকটি পণ্য আগুন জ্বালিয়ে ধ্বংস করা হয়।  
 

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়