Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-১২-২০২২, সময়ঃ বিকাল ০৫:৫৪

গাইবান্ধায় পাট পণ্যের উৎপাদনে উদ্বুদ্ধকরণ সভা

গাইবান্ধায় পাট পণ্যের উৎপাদনে উদ্বুদ্ধকরণ সভা

নিজস্ব প্রতিবেদক ►

পাট ও পাট পণ্যের উৎপাদন, অভ্যন্তরীন ব্যবহার বৃদ্ধি এবং পণ্যে পাট জাত মোড়কের বাধ্যতামৃলক ব্যবহার আইন ২০১০ প্রয়োগ ও বাস্তবায়ন জোরদার করণ শীর্ষক এক উদ্বুদ্ধকরণ সভা সোমবার গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুিষ্ঠত হয়। গাইবান্ধা জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর এই কর্মশালার আয়োজন করে। 

কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতো। কর্মশালায় বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. বেলাল হোসেন, জেলা পাট অধিদপ্তরের প্রধান মুখ্য পাট কর্মকতা মোঃ সুকবুল হোসেন, উপজেলা পাট সম্প্রসারণ কর্মকতা মোঃ আবুল মাজেদ, সহকারী কমিশনার জান্নাতুল ফেরদৌস উর্মি প্রমুখ। 

বক্তারা বলেন, পাট জাত দ্রব্য উৎপাদন ও ব্যবহার করে পরিবেশ রক্ষা করতে হবে। পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। টেকসই উন্নয়নে পাট জাত দ্রব্য ব্যবহারের করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। কর্মশালায় সরকারি কর্মকর্তা, কৃষক, ব্যবসায়ী, সাংবাদিক, এনজিও প্রতিনিধি সহ ৮০ জন অংশ গ্রহণ করেন। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad