ক্রীড়া প্রতিবেদক ►
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় গাইবান্ধা জেলা ক্রীড়া অফিস আয়োজনে গোবিন্দগঞ্জ উপজেলায় অনুভব অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে অটিজম বালক-বালিকাদের ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসব বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. আখতার হোসেন। সভাপত্বিত করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন। প্রতিযোগিতায় উপজেলার ৮টি অটিজম বিদ্যালয়ের ১২০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে।