নিজস্ব প্রতিবেদক ►
বর্তমান সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় তদারকি সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন, নিত্যপণ্যের দাম কমানো, সাংবিধানিক অধিকার হরণ ও রাজনৈতিক দলের মিছিল সমাবেশে সরকারের অগণতান্ত্রিক হস্তক্ষেপ বন্ধসহ ১০দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট, গাইবান্ধা জেলা শাখা।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় শহরের ডিবি রোডে ১নং রেল গেইটে বাম জোটের জেলা সমন্বয়ক কমরেড রেবতী বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা বাসদের আহবায়ক গোলাম রব্বানী, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা নেতা রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, বিরোধী রাজনৈতিক দলের সভা সমাবেশে বাধাদান সরকারের ফ্যাসিবাদী আচরণের চরম বহিপ্রকাশ। তারা আরো বলেন, নিত্যপণ্যের মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। অন্যদিকে সরকারের ছত্রছায়ায় ব্যবসায়ী সিন্ডিকেট জনগণের পকেট কেটে নিচ্ছে। তারা, নির্বাচন ব্যবস্থার সংস্কারসহ নির্দলীয় তদারকি সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দেয়ার জোড় দাবি জানান।