নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধায় বাসচাপা নানী-নাতি নিহত হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে গাইবান্ধা- পলাশবাড়ী সড়কের তুলসিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ছোট বৌলেরপাড়া গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী সাবিনা বেগম (৪৫) ও তার নাতি টিয়া মনি (৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ছাবিনা স্থানীয় হোটেলে শ্রমিকের কাজ করতেন। সকালে নাতির সঙ্গে তুলসিঘাটে আসে টিয়া মনি।
এসময় ভাপা পিঠা খাওয়ার জন্য সড়কের এপার থেকে ওপারে যাচ্ছিল শিশু টিয়া। তাকে বাঁচাতে পিছনে দৌড় দেন শিশুটির নানি সাবিনা। এসময় ঢাকা থেকে গাইবান্ধাগামী সকালে আল রিয়াদ পরিবহনের এটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে গাইবান্ধা সদর থানার উপরিদর্শক (এসআই) মাইদুল ইসলাম বাসচাপায় নানি-নাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।