নিজস্ব প্রতিবেদক ►
কেন্দ্রীয় কর্মসূচির অংশ রাজধানীর পল্লবীসহ দেশনেত্রী বিএনপির কর্মসূচিতে গুলি ও আওয়ামীলীগ সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে আজ রবিবার দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্বে করেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল ও সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিমের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা মহিলা দলের সাবেক সভাপতি রওশন আরা ফরিদ, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিম, জেলা, উপজেলা বিএনপি, কৃষক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দলসহ মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ।
বক্তারা ঢাকার বনানীতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি চলাকালে আওয়ামীলীগের নেতাকর্মীরা চামলা চালিয়ে বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য তাবিথ আউয়ালের উপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। এছাড়া কুমিল্লায় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকত উল্যাহ বুলু ও তার স্ত্রীর উপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে তাদেরকে গুরুতর আহত করে। বক্তারা উক্ত ঘটনার সাথে জড়িত আওয়ামী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবি জানান।