• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৪-১০-২০২২, সময়ঃ দুপুর ১২:২১

গাইবান্ধায় বিশ্ব ডিম দিবস পালিত

গাইবান্ধায় বিশ্ব ডিম দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক ►
প্রতিদিন একটি ডিম, পুষ্টিময় সারাদিন" এই প্রতিপাদ্য বিষয়কে লক্ষ্য রেখে সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলা প্রাণী সম্পদ অফিসের আয়োজনে গাইবান্ধায় বিশ্ব ডিম দিবস পালিত হয়।

আজ ১৪ অক্টোবর শুক্রবার সকালে শহরের জেলা প্রাণী সম্পদ অফিস থেকে বাজনাযুক্ত একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। শোভাযাত্রাটির উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রাণী সম্পদ অফিসার ডা: মাসুদার রহমান। শোভাযাত্রাটি বের হয়ে বড় মসজিদের সামন দিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে রেলগেইট সংলগ্ন চিলা চত্বরে গিয়ে শেষ হয়ে র‌্যালিতে অংশগ্রহণকারী সবার মাঝে সিদ্ধ ডিম বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ অফিসের ট্রেনিং অফিসার ডা: মো: রহমতউন নবী, পলাশবাড়ী উপজেলা প্রাণী সম্পদ অফিসার আলতাব হোসেন, ফুলছড়ি উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: জহিরুল ইসলাম, গাইবান্ধা সদর উপজেলা উপ সহকারি প্রাণী সম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার বর্মন।

জেলা প্রাণী সম্পদ অফিসার মাসুদার রহমান সরকার বলেন, ডিমে অনেক পুষ্টিকর উপাদান ও ক্যালরি রয়েছে। প্রতিদিন একটি ডিম মানুষের দেহে প্রট্রিন যুক্ত করে। ভাজা ডিম না খেয়ে সিদ্ধ ডিম খাবার নির্দেশ প্রদান করে।

 

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়