• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৫-৯-২০২২, সময়ঃ দুপুর ০২:৫১
  • ১০৭ বার দেখা হয়েছে

গাইবান্ধায় বিশ্ব নদী দিবস পালিত

গাইবান্ধায় বিশ্ব নদী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক ►


বিশ্ব নদী দিবস উপলক্ষে গ্রীন ভয়েস গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে রোববার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মো. অলিউর রহমানের হাতে বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘নদী বাঁচাও, জীবন বাঁচাও’। 


সংগঠনের আহবায়ক মো. শহীদ মিয়ার সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য মনিরা মনি, মাসুদার রহমান, কামরুল ইসলাম, আরিফ আরমান, আজিম উদ্দিন, রুবাইয়া আকতার, মোরতাজা প্রমুখ। এছাড়া সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সাদুল্যাপুর ডিগ্রী কলেজের সাবেক ভিপি সাজ্জাদ হোসেন পল্টন। 


বক্তারা স্থানীয় ঘাঘট, মানস, আলাইসহ দেশের সকল নদী দখল-দূষণ মুক্ত ও নদীর স্বাভাবিক গতি প্রবাহ নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি শহরের ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান নির্ধারণ ও বর্জ্য যেন কোনভাবেই নদীতে ফেলা না হয় সেব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান। 
 

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়