নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধা সাখাওয়াত হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আজ শনিবার বিদ্যালয় মাঠে এক শিক্ষক, ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. কামাল হোসেন। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির জেলা সভাপতি জহুরুল ইসলাম, অভিভাবক মো. মাজেদুল ইসলাম, সহকারি শিক্ষক বুলবুল আহমেদ, সহকারি শিক্ষক শাহ জালালসহ অন্যান্য নৃত্যবৃন্দ।
বক্তারা বলেন, পহেলা জানুয়ারীতে সকল শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ার সিদ্ধান্তকে সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে।