নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধায় শৈতপ্রবাহ আর ঠান্ডা বাতাসে বিপর্যস্ত জনজীবন। রাত থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে জেলার গ্রামাঞ্চল। সকালের প্রচ- শীত উপো করেও কাজে যেতে হচ্ছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষকে।
কুয়াশার চাদরে চারপাশ ঢাকা থাকায় স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন ঘটছে। গ্রামগঞ্জে হিমেল বাতাসের সঙ্গে ঠান্ডা বেশি থাকায় কষ্ট বেড়েছে জনজীবনে। ঠান্ডাজনিত রোগবালাই থেকে বাঁচতে গরম পোশাক পরে কাজে নেমে পড়েছেন দিনমজুর ও কৃষকরা। খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। ঠান্ডা ও ঘন কুয়াশায় ফসলের ক্ষতির আশংকা করছে কৃষকরা। মঙ্গলবার সকাল ১০টায় তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে।