• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৯-৮-২০২২, সময়ঃ বিকাল ০৩:৪৩
  • ৬৩ বার দেখা হয়েছে

গাইবান্ধায় সুরবানী সংসদের আলোচনা সভা দোয়া মাহফিল সাংস্কৃতিক অনুষ্ঠান

 গাইবান্ধায় সুরবানী সংসদের আলোচনা সভা দোয়া মাহফিল সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে   রোববার রাতে গাইবান্ধা সুরবানী সংসদের উদ্যোগে সংগঠন মিলনায়তনে বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু। অনুষ্ঠানের শুরুতে ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করা হয়। এরপর দোয়া মাহফিল শেষে বঙ্গবন্ধুর জীবনীর উপর মূল আলোচনা করেন মুক্তিযুক্ত বিষয়ক গবেষক শিক্ষাবিদ জহুরুল কাইয়ুম। 
সুরবানী সংসদের সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাবুর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসকাবের সভাপতি কেএম রেজাউল হক, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, বিশিষ্ট সংস্কৃতজন ফারুক শিয়র চিনু, জেলা জাসদ সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আব্দুর রউফ, জেলা যুবজোটের সভাপতি সুজন প্রসাদ প্রমুখ। শেষে বঙ্গবন্ধুর জীবনী ও মুক্তিযুদ্ধ ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সুরবানী সংসদের শিল্পী জাহিদ হাসান সবুজ, মমিন হক্কানী, তোফাজ্জল হোসেন, দেবী রাণী সাহা এবং অতিথি শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন দেশ বরেণ্য কণ্ঠ শিল্পী নিগার নাইম তমা। তালযন্ত্রে সহযোগিতা করেন এসএম স্বাধীন, আকতারুজ্জামান মহব্বত। এছাড়া বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা পাঠ করেন সাংস্কৃতিক কর্মী মেঘদুতের সাধারণ সম্পাদক শিরিন আকতার। 
 

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়