• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩-১১-২০২২, সময়ঃ বিকাল ০৪:১৪

গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক ►

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল থেকে বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা শহরের সার্কুলার রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমবেত হয়। দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের ছালিমার সুপার মার্কেট রোড প্রদক্ষিন করে। প্রদক্ষিন শেষে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করেন।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু বকর সিদ্দিক স্বপন। সাধারণ সম্পাদক শাহজালাল সরকার খোকন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির গ্রাম বিষয়ক সম্পাদক আনিছুজ্জামান খান বাবু, সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, জেলা সাংগঠনিক সম্পাদক মোশররফ হোসেন বাবু, শহর বিএনপির আহ্বায়ক শহিদুজ্জামান শহিদ, যুবদেলর জেলা সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপন,সদর উপজেলা যুবদেলর সদস্য সচিব খন্দকার আল আমিন, জেলা স্বেচ্ছাসেবক সহ-সভাপতি মাহমুদুল হক মামুন,আদম সূফী লেবু, গোলাম আযম, সহ-সাধারণ সম্পাদক  শাহারুল ইসলাম সুমন, আবু নাসের মোহাম্মদ টিপু, মেহেদী হাসান প্রিন্স,  সাদুল্যাপুর সদস্য সচিব মশিউর রহমান, গোবিন্দগঞ্জ সদস্য সচিব রানু মন্ডল বাবু, ফুলছড়ি আহ্বায়ক লিংকটন, সদস্য সচিব শাহরিয়া কবির পাভেল, সুন্দরগঞ্জ সদস্য সচিব মতিয়ার রহমান, সদর উপজেলা  সদস্য সচিব ইমতিয়াজ আহম্মেদ রনি, গাইবান্ধা পৌর আহ্বায়ক বিষ্ণু কুমার দাস, সদস্য সচিব ফরহাদ আলী, সদস্য সোহেল রানা, শাহিন মিয়া, খান বাবু প্রমুখ। 

এসময় বক্তারা বলেন, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে এ সরকারের শেষ রক্ষা হবে না। অচিরেই অবৈধ সরকারের পতন হবে। এ সরকারের পতন না হওয়া পর্যন্ত গাইবান্ধা স্বেচ্ছাসেবক মাঠে থাকবে। 
 

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়