নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্দোগে মহান বিজয় দিবস উপলক্ষে রবিবার ৩ দিনব্যাপী কর্মসুচির সমাপীদিনে চেম্বার ভবনে আলোচনা সভা, কোরআন খতম, বিশেষ দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.জাহিদ হাসান সিদ্দিকি। ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. মিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা কালেক্ট্রয়েট মসজিদের পেশ ইমামমুফতী জোবায়ের আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচাল মো. গোলাম মর্তুজা, মডেল কেয়ার শিক্ষক হাফেজ মাওলানা রুহুল আমিন, নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার মুহাতামিম আব্দুল হাই প্রমুখ।
অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুননেছাসহ ’১৫ ই আগষ্ট ও ৭১’ এর শহীদ বীর মুক্তিযোদ্ধাদের ম্মরনে এবং আত্মর মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।