Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২১ ঘন্টা আগে

গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আউয়াল আরজু মারা গেছেন

গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আউয়াল আরজু মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আউয়াল আরজু মারা গেছেন। সোমবার (২৪ নভেম্বর) রাত ১১টার দিকে অসুস্থ অবস্থায় রংপুরে নেয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি। 

জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন। 

আব্দুল আউয়াল আরজু গাইবান্ধা শহরের কাচারি বাজার এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে। 

জানা গেছে, সোমবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেয়ার পথে অ্যাম্বুলেন্সেই তিনি মারা যান। মঙ্গলবার (২৫ নভেম্বর) জোহরের নামাজের পর গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে তাকে পৌর গোরস্থানে দাফন করা হয়।

এদিকে তার মৃত্যুতে স্বজন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

এক শোক বার্তায় জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক বলেন,“ তার মৃত্যুতে গাইবান্ধা জেলা বিএনপির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।”

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad