নিজস্ব প্রতিবেদক
গাইবান্ধা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির এক সভা রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। সভার শুরুতে মাঠ পর্যায়ে আমন মৌসুমে সার ও বীজের কোন সংকট নেই। জেলার বাফারে সারের যথেষ্ট মজুদ রয়েছে। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো ও কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপ-পরিচালক মো. বেলাল হোসেন জেলার কৃষির সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। সভায় জানানো হয় আমন মৌসুমে প্রয়োজনীয় বীজ, চারা, ইউরিয়া, টিএসপি, এমওপি, ডিএপি সার পর্যাপ্ত মজুদ রয়েছে। সভায় বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আল মারুফ, পলাশবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, সদর উপজেলা কৃষি অফিসার আল ইমরান, গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি অফিসার রেজা-ই মাহমুদ, সাদুল্যাপুর কৃষি অফিসার মতিউল ইসলাম, গাইবান্ধা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, সার ডিলার সুদেব চৌধুরী, মো. রিপন মিয়া, কাজী হামিদুল হক, মাহফুজার রহমান, রাজু মিয়া, আবু তালেব প্রমুখ।
জেলা প্রশাসক বলেন, জেলায় পর্যাপ্ত পরিমাণ সার রয়েছে। কোন ধরণের সংকট নেই। কৃষক পর্যায়ে চাহিদা অনুযায়ী নির্ধারিত মূল্যে সার পৌছাতে প্রশাসন, কৃষি বিভাগ এবং ডিলাররা সকল ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে জেলায় ১ লাখ ২৯ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।