Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৭-১-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৩৭

গোবিন্দগঞ্জে এক বিঘা জমির ভুট্টা কেটে ফেলেছে দুবৃর্ত্তরা

গোবিন্দগঞ্জে এক বিঘা জমির ভুট্টা কেটে ফেলেছে দুবৃর্ত্তরা

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাতের আঁধারে আসমাউল হোসেন নামে এক কৃষকের এক বিঘা জমির ভুট্টা কেটে ফেলে প্রায় ৫০ হাজার টাকার ফসল বিনষ্ট করেছে দুবৃর্ত্তরা। গতরাতে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বোগদহ মৌজায়  এই ঘটনা ঘটে।
জমির মালিক গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের সাতানা বালুয়া গ্রামের তবিবর রহমানের পুত্র আসমাউল হোসেন বোগদহ মৌজায় প্রায় এক বিঘা জমিতে ভূট্টার চাষ করেন। আজ মঙ্গলবার সকালে সেই ভুট্টার জমিতে পানি নেয়ার জন্য এসে দেখতে পান জমির সব ভুট্টা কে বা কারা কেটে ফেলেছে।

তার দাবী পিটিশন মামলায় দোতরফা রায় প্রাপ্ত হয়েছি। বিবাদী পক্ষ মুচলেকা দেয় এই জমিতে আর যাবে না। তারপরে একই গ্রামের মৃত আকাম উদ্দীনের পত্র  আনছার আলীর নেতৃত্বে তার ভাইয়েরা ও মৃত ওমর আলীর পুত্র   শফিকুল ইসলাম সহ অন্যান্য আসামীরা মুচলেকা উপেক্ষা করে ওই জমি তাদের নিয়ন্ত্রণে নেয়ার জন্য কৌশলে  আমার ২মাস বয়সের এক বিঘা জমির ভূট্টা কেটে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে।


এ ব্যপারে ক্ষতিগ্রস্থ কৃষক আসমাউল হোসেন বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলার এজাহার দাখিল করেছেন।

 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad