গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গোবিন্দগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টায় গোবিন্দগঞ্জ উপজেলা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী ঢাকা থেকে মোবাইল ফোনে প্রধান অতিথির বক্তব্য দেন। এ ছাড়াও অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, পৌর মেয়র মুকিতুর রহমান রাফি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীনের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালণায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাফরিন জায়েদ জিতি, গোবিন্দগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বশির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম বিরু, সাবেক সহ সভাপতি প্রধান আতাউর রহামন বাবলু, জাতীয় সংসদ সদস্যের রাজনৈতিক সমন্বয়ক আব্দুল্যা আল হাসান চৌধুরী লিটন, আওয়ামী লীগ নেতা বীরমুক্তি যোদ্ধা কাজী সাদেক, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ, গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোপাল মোহন্ত, মোহনা টিভির জেলা প্রতিনিধি রাসেল কবির, বিশিষ্ট ব্যবসায়ী ফরিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা ফরহাদ প্রমুখ। আলোচনা পূর্ব একটি বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।