Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪ ঘন্টা আগে

গোবিন্দগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোবিন্দগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোবিন্দগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার—ছবি: মাধুকর।

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ফুলমতি (৪৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নে ধুন্দিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফুলমতি ওই ওই গ্রামের ফয়েজ উদ্দিনের স্ত্রী।

স্থানীয়সূত্রে জানা যায়, ফুলমতিরসঙ্গে তার স্বামী ফয়েজউদ্দিনের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহচলছিল। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত এবংএকাধিকবার মারামারির ঘটনাও ঘটে। এরই মধ্যে এদিন দুপুরে প্রতিবেশীরা ঘরের ভেতর ফুলমতির ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad