গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গোবিন্দগঞ্জে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে পোষাক সহ বিভিন্ন ধরণের সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের হল রুমে এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।
উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, গ্রাম পুলিশ এসোয়িয়েশনের নেতা কৃষ্ণ রবিদাস প্রমুখ। শেষে অতিথিবৃন্দ ২০২১-২০২২ অর্থ বছরের আওতায় ১৭ ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে পোষাক, লাইট, লাঠিসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।