• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৩-৯-২০২২, সময়ঃ বিকাল ০৩:৫১
  • ৭৯ বার দেখা হয়েছে

গোবিন্দগঞ্জে পুকুরে পানি  ডুবে এক শিশু মৃত্যু

গোবিন্দগঞ্জে পুকুরে পানি  ডুবে এক শিশু মৃত্যু

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে রাফি মিয়া (৮) নামের এক শিশু মারা গেছে। আজ শুক্রবার বেলা ১টার দিকে উপজেলা পরিষদ চত্বরের গোল পুকুরে এ ঘটনা ঘটে। রাফি গোলাপবাড় সিনিয়র মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র। উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের ফুলপুকুরিয়া গ্রামের সাফি মিয়ার পুত্র। মৃত রাফির বাবা সাফি মিয়া উপজেলা পরিষদ চত্বরের কুঠিবাড়ী এলাকার একটি ভাড়ার বাসায় বসবাস করতেন।
স্থানীয়রা জানান, রাফি তার পিতার সাথে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে যায়। স্থানীয়দের সহায়তায় ডুবে যাওয়া রাফিকে উদ্ধার করতে না পেরে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিস এসে স্থানীয়দের সহায়তায় অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার রাফিকে মৃত ঘোষণা করেন। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়