• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৩-৯-২০২২, সময়ঃ সকাল ০৯:৩৭
  • ৬৩ বার দেখা হয়েছে

গোবিন্দগঞ্জে প্রশাসনের সম্প্রীতি সমাবেশ 

গোবিন্দগঞ্জে প্রশাসনের সম্প্রীতি সমাবেশ 

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►


গোবিন্দগঞ্জে সম্প্রীতি সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত  সমাবেশে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী  মনোয়ার হোসেন চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, পৌর মেয়র মৃকিতুর রহমান রাফি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু। 


গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনে সভাপতিত্বে প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন  থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, ফায়ার সাভিসের ইনচার্জ আরিফ আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সাবেক উপজেলা  মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলতা মাসুল শিল্পী, বীরমুক্তিযোদ্ধা শ্যামলেন্দু মোহন রায় জিবু, মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, গোবিন্দগঞ্জ প্রেসকাব সভাপতি গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি তনয় কুমার দেব, সাধারণ সম্পাদক প্যানেল মেয়র রিমন কুমার তালুকদার, খ্রীষ্টার্ণ ঐক্য পরিষদের সভাপতি শৈলেন্দু মোহন রায় স্বপন, সাধারণ সম্পাদক আশীষ কুমার দাস রন্টু প্রমূখ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা রাজনৈতিক নেতৃবৃন্দ,  সাংবাদিক, ও পেশাজীবি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এর আগে একই স্থানে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় শারদীয় দুর্গাপূজা যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করা যায় এজন্য অনেক গুরুত্ব পূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়