Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৩-১২-২০২২, সময়ঃ সন্ধ্যা ০৬:৪৫

গোবিন্দগঞ্জে মামা-ভাগ্নের বিবাদ থামাতে গিয়ে লাঠির আঘাতে এক যুবক নিহত

গোবিন্দগঞ্জে মামা-ভাগ্নের বিবাদ থামাতে গিয়ে লাঠির আঘাতে এক যুবক নিহত

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মামা-ভাগ্নের বিবাদ থামাতে গিয়ে লাঠির আঘাতে প্রাণ গেল প্রতিবেশী পাভেল মিয়া (২৬) নামের এক যুবকের। নিহত পাভেল উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বিশুলিয়া গ্রামের আব্দুল জব্বার মন্ডলের পুত্র। 

গোবিন্দগঞ্জের বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ  মিলন চ্যাটাজি জানান, গত সোমবার (১২ ডিসেম্বর) রাতে বাগদা বাজাওে মামা-ভাগ্নের মধ্যে টাকার ভাগাভাগি নিয়ে মারামারি শুরু হলে তাদের প্রতিবেশী পাভেল মিয়া মারামারি থামাতে এগিয়ে যায়। এসময় তার মাথায় লাঠির আঘাতে গুরুতর আহত হয়। এরপর পাভেল স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়ে বাড়ী যায়। আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে বাড়ীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে  নেয়া হয়। সেখানেই পাভেল মারা যায়। 

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত কওে জানান, এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad