Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৬-১-২০২৩, সময়ঃ বিকাল ০৫:১৪

গোবিন্দগঞ্জে শীতার্ত মানুষের জন্য জনপ্রতিনিধিদের মাধ্যমে জেলা পরিষদের কম্বল হস্তান্তর

গোবিন্দগঞ্জে শীতার্ত মানুষের জন্য জনপ্রতিনিধিদের মাধ্যমে জেলা পরিষদের কম্বল হস্তান্তর

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জের শীতার্ত মানুষের জন্য জনপ্রতিনিদের মাধ্যমে জেলা পরিষদের বরাদ্দের কম্বল হস্তান্তর কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচীর অংশ হিসেবে আজ সোমবার দুপুরে জেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক উপজেলার ১৭ ইউনিয়নের চেয়ারম্যান ও ১ টি পৌর সভার মেয়রের হাতে এই কম্বল হস্তান্তর করেন।

বিতরণ উপলক্ষে জেলা পরিষদের আয়োজনে গোবিন্দগঞ্জ আধুনিক ডাকবাংলো চত্বরে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন। এতে বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, পৌর সভার মেয়র মুকিতুর রহমান রাফি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, মহিলা ভাইস চেয়ারম্যান শাকিলা বেগম, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, সংরক্ষিত সদস্য আরজু মনোয়ারা  ইডেন, সাবেক সদস্য খন্দকার জাহাঙ্গীর আলম, গোবিন্দগঞ্জ চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও কামদিয়া ইউপি চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক ও দরবস্ত ইউপি চেয়ারম্যান  আবু রুশদ মোঃ শরিফুল ইসলাম জর্জ প্রমূখ।

 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad