গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল চুরির সময় হাতে-নাতে আজাদুল (৪০) নামে চোর চক্রের এক সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।
আটক আজাদুল জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার শালাইপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে।
শনিবার (২০ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শাখাহার ইউপির রাজশ গ্রামের হিন্দুপাড়ায় চুরির সময় স্থানীয়রা চোর আজাদুলকে হাতে-নাতে আটক করে বৈরাগীর হাট পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ এসে তাকে থানা হেফাজতে নেয়।
পুলিশ ও স্থানীয়রা জানান গোবিন্দগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতের জারিকারক গোবিন্দগঞ্জ পৌরসভার বৈরাগীপাড়ার উৎপল মহন্ত পারিবারিক কাজে রাজশ গ্রামের হিন্দুপাড়ায় যান। সেখানে নিজের ব্যবহৃত মোটরসাইকেলটি বাড়ির বাইরে রেখে ভেতরে ঢোকেন। কিছুক্ষণ পরে সিসি ক্যামেরার মনিটরে লক্ষ্য করেন একজন তার মোটরসাইকেলের লক খোলার চেষ্টা করছেন। তখন দ্রুত নিচে নেমে আসলে চোর দৌঁড়ে পালানোর চেষ্টাকালে স্থানীয়রা তাকে ধরে ফেলে। পরে তাকে পুলিশে সোপর্দ করা করা হয়।
ভুক্তভোগী উৎপল মোহন্ত বলেন, এর আগেও এখান থেকেই গত ১৫ আগস্ট আমার আরও একটি গাড়ি চুরি করে নিয়ে যায়। পরে ঘটনার পরের দিন আমি থানায় লিখিত অভিযোগ করি।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম মোটরসাইকেল চোরকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।